প্রবাসী কল্যাণ

বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লক্ষ জনগণ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। এর মধ্যে সৌদি আরব, মালয়শিয়া, কাতার, বাহরাইন, ওমান, দুবাই, কুয়েতে অবস্থানরত প্রবাসীদের সংখ্যাই বেশি।

এসব দেশের চিকিৎসাসেবা যথেষ্ট উন্নত হলেও বাংলাদেশের প্রবাসীদের জন্য তা অভিগম্য নয়। এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে লাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ভাষাগত সমস্যা। ভাষা না বোঝার করণে সে দেশের ডাক্তারদের নিজের সমস্যার কথা তুলে ধরা যায় না। এর ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবাটি পাওয়া সম্ভব হয় না। দ্বিতীয় মোক্ষম কারণ হচ্ছে মেডিক্যাল এক্সপেন্স বা চিকিৎসা ব্যয়। উন্নত দেশগুলোতে চিকিৎসা যেমন উন্নত তাদের চিকিৎসা ব্যয়ও তেমনি বেশি। যা আমাদের দেশের সব প্রবাসীদের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। কারণ আধিকাংশ প্রবাসীই শ্রমিক এবং তাদের বেতনভাতা সে তুলনাই অনেক নগণ্য। এছাড়া দূরত্ব, অনুমোদন, ছুটি ইত্যাদি নানাবিধ কারণে প্রবাসী বাংলাদেশীগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এসকল প্রবাসী বাংলাদেশীদের জন্য ডাক্তার দেখাও নিয়ে এসেছে অভিনব এক সমাধান। বিশ্বের যেকোন দেশে বসে পাবেন বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তারের সাথে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসাসেবা এবং জরুরী পরামর্শ। ভিডিও কল শেষে আপনার মোবাইলে আপনার প্রেসক্রিপশনটি পাঠিয়ে দেয়া হবে। ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশনে সেসব ঔষধই দেয়া হবে যা আপনি সে দেশের ফার্মেসি থেকে নিতে পারবেন অর্থাৎ ও,টি,সি ড্রাগ। এছাড়াও ঔষধগুলো জেনেরিক নামে দেয়া হবে ফলে আপনি বিশ্বের যেকোন দেশের যে কোন কোম্পানি বা ব্রান্ডের ঔষধ নিতে পারবেন। আর রোগীর পরিস্থিতি যদি এমন হয় যা ভিডিও কলের মাধ্যমে এর সমাধান দেয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে ঐ দেশের হাসপাতালে রেফার করার পরামর্শও পাবেন এই সার্ভিসটিতে।

এই অ্যাপ এর অনন্য একটি বিশেষত্ব হচ্ছে এর মেডিসিন রিমাইন্ডার ফিচার। প্রবাসে কর্মরত অবস্থায় অনেকেই তার নিয়মিত সেবনের ঔষধটি খেতে ভুলে যান। এই অ্যাপটি ব্যবহার করলে আপনার ঔষধ সেবনের সময় অ্যাপ থেকে নোটিফিকেশন বা অ্যালার্মের মাধ্যমে আপনাকে ঔষধ সেবনের কথা স্মরণ করিয়ে দিবে। এর ফলে প্রয়োজনীয় ঔষধটি খেতে আর ভুলে যাবেন না।

কোথায় পাবেন ডাক্তার দেখাও-এর হেলথ কার্ড

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ডাক্তার দেখাও-এর এজেন্ট, বিভিন্ন ওভারসিস এজেন্সি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত সরকারী এজেন্সি, প্রবাসী কল্যাণ ব্যাংক এমনকি বিমানবন্দরেও পাবেন ডাক্তার দেখাও-এর হেলথ কার্ড। এছাড়াও বিদেশে অবস্থানকালে ডাক্তার দেখাও অ্যাপ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমেও কিনতে পারেন জরুরী এই হেলথ কার্ড।

প্রবাসী প্যাকেজসমূহ

৩০০

প্রবাসী বাংলাদেশীদের জন্য

ডাক্তার সেবাঃ ৪টি

৫০০

প্রবাসী বাংলাদেশীদের জন্য

ডাক্তার সেবাঃ ৬টি

১০০০

প্রবাসী বাংলাদেশীদের জন্য

ডাক্তার সেবাঃ ১২টি